
শিবপুরের শিমুলিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দীর্ঘদিন ভোগান্তি পোহানো ভাঙা রাস্তা মেরামত করা হয়েছে। এতেকরে এলাকায় খুশির আমেজ বইছে।
গতকাল ০৫/০৯/২০২৫ শুক্রবার রাত ১০ টায় নরসিংদী-৩ শিবপুরের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় দুলালপুর ইউনিয়ন এর ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে শিমুলিয়া বৈচার বাজারে ভাঙ্গা রাস্তা মেরামত করা হয়।
রাস্তা মেরামতের সময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনির হুসাইন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জনি, বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ আরিফ মিয়া প্রমুখ।