হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের উপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন। তিনি বলেন, “নিরীহ ছাত্রদের উপর হামলা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উপর আঘাত নয়, বরং এটি দেশের ধর্মপ্রাণ জনগণের বিশ্বাস ও মূল্যবোধের উপর আঘাত।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা ঘোষণা দেন, এই ঘটনার ন্যায়বিচার না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ