হাটহাজারী হামলার উস্কানিদাতাদের গ্রেফতারের দাবি প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের

ঢাকা, শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫):
আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশ।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান মুফতি নেয়ামতুল্লাহ আমিন ও মহাসচিব মাওলানা গাজী মাসুদুর রহমান বলেন, সুন্নিদের নেতা মাওলানা আলাউদ্দিন জিহাদির প্রকাশিত ফেসবুক পোস্টই প্রমাণ করছে এ ঘটনার প্রকৃত উস্কানিদাতা কারা। তাই অবিলম্বে হামলাকারী ও উস্কানিদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ইতোমধ্যেই দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে আলাউদ্দিন জিহাদির গ্রেফতারের দাবি তুলেছেন। যদি দোষীদের আইনের আওতায় আনা না হয়, তবে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ভবিষ্যতেও চলতেই থাকবে। তথাকথিত সুন্নি নামধারীরা অতীতেও আওয়ামী সরকারের দোসর হিসাবে কাজ করেছে। এই হামলা সেই ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ।

প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে—
১. হাটহাজারী হামলার নেপথ্যের উস্কানিদাতাদের অবিলম্বে গ্রেফতার করা।
২. নিরীহ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখা।
৩. মাদরাসা ও দ্বীনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

বিবৃতিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দোষীদের বিচারের আওতায় না আনা হলে দেশের লক্ষ লক্ষ মাদরাসার শিক্ষক, ছাত্র ও অভিভাবক আন্দোলনে নামতে বাধ্য হবে এবং এর পূর্ণ দায়ভার সরকারের উপর বর্তাবে।

বিবৃতিদাতা:
মুফতি নেয়ামতুল্লাহ আমিন
চেয়ারম্যান, প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশ

মাওলানা গাজী মাসুদুর রহমান
মহাসচিব, প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশ

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ