শাপলার শহীদ মোঃ হাবীবুল্লাহ খাঁনের কবর জিয়ারত করল শাপলা স্মৃতি সংসদ

চাঁদপুর, মঙ্গলবার
২০১৩ সালের শাপলা চত্বরে শাহাদাতবরণকারী শহীদ মোঃ হাবীবুল্লাহ খাঁন রহ. এর কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিয়েছে শাপলা স্মৃতি সংসদের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার বিকালে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার সেকদি, খাসের বাড়ি কবর জিয়ারতে অংশ নেন সংগঠনের নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী। তাঁর সঙ্গে ছিলেন সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, মুহাম্মাদ কামাল উদ্দীন, মাহদী হাসান শিকদার এবং স্থানীয় প্রতিনিধি মাওলানা ইলিয়াস আহমাদ।

কবর জিয়ারতের পর প্রতিনিধি দল শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সান্ত্বনা ও খোঁজখবর নেন। এ সময় শহীদের পিতা বাবুল খাঁন উপস্থিত ছিলেন। একমাত্র সন্তান হারিয়ে আজও তিনি ও তাঁর স্ত্রী অশ্রুসিক্ত হৃদয়ে দিন কাটাচ্ছেন। তাঁদের অশ্রুভেজা মুখ ও বেদনার্ত কণ্ঠে হারানোর যন্ত্রণা স্পষ্ট ফুটে ওঠে।

শাপলা স্মৃতি সংসদের নেতৃবৃন্দ শহীদ পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁদের পাশে থেকে দুঃখ-কষ্ট লাঘবে নিয়মিত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

শহীদদের রক্তের বিনিময়ে গড়া এই আত্মত্যাগকে স্মরণ করে প্রতিনিধি দল জানায়—
“শহীদ পরিবারের দোয়া ও ত্যাগ আমাদের পথচলার শক্তি।”

#শাপলা_শহীদ_গার্ডিয়ান্স_ফোরাম #শাপলা_স্মৃতি_সংসদ

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ