
ঢাকা উত্তরখান প্রতিনিধি:
গভীর সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে ইত্তেহাদুল উলামা উত্তরখান শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় এক মিলনায়তনে সংগঠনের দায়িত্বশীল ও সদস্যদের উপস্থিতিতে এ কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়।
অধিবেশনে সর্বসম্মতিক্রমে আগামী সেশনের জন্য হাফেজ মাওলানা আব্দুর রহিমকে সভাপতি এবং মাওলানা সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি অন্যান্য দায়িত্বেও অভিজ্ঞ ও নবীন আলেমদের সমন্বয়ে কার্যকরী কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে উপস্থিত বক্তারা বলেন,“উলামায়ে কেরামের ঐক্য সমাজে নৈতিকতা ও দ্বীনি চেতনা জাগ্রত করতে বিশেষ ভূমিকা রাখবে।”
তাঁরা নবনির্বাচিত নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন কমিটি দ্বীনি শিক্ষা বিস্তার, সামাজিক সংস্কার ও কল্যাণমূলক কাজের মাধ্যমে উত্তরখান অঞ্চলে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।