
গতকাল (১অক্টোবর, বুধবার) বাদ এশা, স্থানীয় একটি মাদ্রাসা মিলনায়তনে ২০২৫-২৬ সেশনের বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর -এর আওতাধীন খিলক্ষেত থানা কমিটি পুনর্গঠন উপলক্ষে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
থানা সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রাহমানীর পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজি।
সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম মিয়াজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন, অফিস সম্পাদক এইচ এম খোকন এবং যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি কাজী আরাফাত।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন: সংগঠনের মূল শক্তি হচ্ছে নিয়মতান্ত্রিকতা ও ধারাবাহিকতা। প্রতিটি দায়িত্বশীলকে প্রশিক্ষিত হতে হবে এবং তৃণমূলে সংগঠন বিস্তৃত করার লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি মাওলানা আনোয়ার হোসাইন রাজি বলেন: সংগঠনকে এগিয়ে নিতে হলে শুধু নামমাত্র কাঠামো নয়, বরং কর্মীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও মাঠপর্যায়ের সক্রিয়তা সবচেয়ে বেশি জরুরি।
এছাড়া উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা শাখার সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক সিরাজী, মাওলানা আবু মুসা, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক চাঁদপুরী, মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল্লাহ সাদি, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত দায়িত্বশীল সভায় ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ২০২৫-২৬ সেশনের ৩৫ সদস্যের খিলক্ষেত থানা কমিটি ঘোষণা করেন এবং ঢাকা মহানগর উত্তরের মুহতারাম সভাপতি কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান।




