
পাকিস্তানের বিশিষ্ট আলেম ও রাজনীতিক, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বাংলাদেশে পৌঁছেছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে দেশি উলামা ও ছাত্রদের এক বিশাল কাফেলা তাঁকে জমকালো অভ্যর্থনা জানায়।
‘কায়েদে জমিয়ত’ খ্যাত মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের সাবেক ধর্মীয় নেতা মুফতি মাহমুদের সন্তান এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান দেশটির ধর্মভিত্তিক রাজনীতির প্রধান শক্তিগুলোর একটি।
বাংলাদেশে আগমন উপলক্ষে মঙ্গলবার রাত থেকেই ঢাকার শাহজালাল বিমানবন্দর এলাকায় ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম, যেমন—মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিমসহ অনেকে।
মাওলানা ফজলুর রহমান তাঁর এই সফরে ১৩ নভেম্বর ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য “ফেদায়ে মিল্লাত কনফারেন্স”-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত পরিষদের মহাসমাবেশে ও ১৮ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমিয়তের সুধী সমাবেশে অংশগ্রহণের কথা রয়েছে।
তাঁর সফরকে ঘিরে মাদরাসা অঙ্গনে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। তিন দিনের একাধিক ধর্মীয় ও দাওয়াতি কর্মসূচি শেষে ১৯ নভেম্বর তাঁর পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে।




