
হিন্দুদের পূজাকে ‘শয়তানের ইবাদত’ অভিহিত করে দেওয়া সাবেক এমপি ও বিএনপির সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশীদের ভাষণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। একই সঙ্গে হারুনের মনোনয়নপত্র বাতিল এবং ধর্ম অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছে সংগঠন দুটি। এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এক গণসমাবেশে এমন মন্তব্য করেন হারুন।
রবিবার (১৬নভেম্বর) রাতে এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানায় সংগঠন দুটি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল বিবৃতিতে সই করেছেন।
বিবৃতিতে সংগঠন দুটির নেতারা বলেন, হারুনুর রশীদের এই বক্তব্য সারাদেশের সনাতন হিন্দু সম্প্রদায়কে গভীরভাবে মর্মাহত, ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।
এই মন্তব্যকে ধর্ম অবমাননা হিসেবে বিবেচনা করে বলা হয়, ‘একই সঙ্গে ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছেন যে, এমন বক্তব্য দেওয়া ব্যক্তিটি আগামী জাতীয় নির্বাচনে একটি প্রধান রাজনৈতিক দলের মনোনয়ন পেয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।’
এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি অবিলম্বে হারুনুর রশীদের মনোনয়ন বাতিল এবং তাকে দল থেকে বহিষ্কারের জন্য সংশ্লিষ্ট দলের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি ধর্ম অবমাননার অভিযোগে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানিয়েছে সংগঠন দুটি।’
এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত গণসমাবেশে পূজাকে ‘শয়তানের ইবাদত’ বলে অভিহিত করেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ। তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী। এর আগে ১৯৯৬, ২০০১ এবং ২০১৮ সালে দলের মনোনয়ন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন হারুন।
শনিবারের গণসমাবেশের আগেও একাধিকবার পূজাকে ‘শয়তানের ইবাদত’ বলে অভিহিত করেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ছাড়া তাচ্ছিল্যের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর নাম উচ্চারণের অভিযোগও রয়েছে সংসদ সদস্য হতে চাওয়া এই নেতার বিরুদ্ধে।
এর আগে গত ১২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসমাবেশে পূজাকে ‘শয়তানের ইবাদত’ আখ্যা দেওয়ার পাশাপাশি ‘শয়তান তাড়ানোর স্লোগান’ হিসেবে নারায়ে তাকবির স্লোগান দেন হারুন।



