বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি দিতে হবে: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান জানিয়েছেন, বাউল আবুল সরকারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াই হবে সঠিক পদক্ষেপ।

সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার দেওয়া এক পোস্টে তিনি বলেন, আবুল সরকারের সাম্প্রতিক মন্তব্য সমাজে উত্তেজনা সৃষ্টি করেছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

রাশেদ খান উল্লেখ করেন, শিল্পচর্চায় স্বাধীনতা থাকলেও ধর্মীয় বিষয়ে অবমাননাকর বক্তব্য গ্রহণযোগ্য নয়।

তার ভাষায়- কোনো ধর্ম বা ধর্মাবলম্বীকে হেয় করা কারওই অধিকার নয়, এবং এমন আচরণ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি তৈরি করে।

তিনি আরও বলেন, যারা আবুল সরকারের মুক্তি দাবি করছেন, তাঁদের উচিত আগে পুরো বক্তব্য শুনে বোঝা।

আইন অনুযায়ী সঠিক ব্যবস্থা গ্রহণ করলে ভবিষ্যতে এ ধরনের উত্তেজনাকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

রাশেদ খানের মতে, শান্তিপূর্ণ সমাজের স্বার্থেই ধর্ম নিয়ে বিভাজন সৃষ্টিকারী কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা প্রয়োজন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ