ছাত্র-জনতার জুলাই বিপ্লব ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে : আল্লামা মামুনুল হক

ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দিতে একটি গভীর ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিশের আমির মামুনুল হক। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর পিরোজপুর-২ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, রক্তের বিনিময়ে দেড় সহস্রাধিক প্রাণের ত্যাগে অর্জিত এই জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে পরাজিত সব শক্তি এখন একত্রিত হয়েছে। তাদের অনেকের প্রকাশ্যে জুলাই বিপ্লব ও গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার সৎ সাহস নেই। তাই তারা প্রকাশ্যে মানুষকে গণভোটের পক্ষে ভোট দিতে বললেও গোপনে ‘না’ ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছে। জাতীয় রাজনীতিতে এ ধরনের মুনাফিকি আমি দেখতে চাই না।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসনের প্রতি তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে ভবিষ্যতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

জনসভায় নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রয়াত জামায়াত নেতা মাওলানা মো. দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে ও পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও তার ছোট ভাই মাসুদ সাঈদী। সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ