সিলেটে পৌঁছেছেন খেলাফত মজলিসের আমীর ও দশ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ

আজ ২৭ জানুয়ারি, মঙ্গলবার সিলেট ও বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ধারাবাহিক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে সিলেটে পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মা /মুনুল হক।
এসময় তার সঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হালিম এবং এনসিপি’র জনাব মশিউর রহমানসহ দশ দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দলটির প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাঈ বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ সকাল ১১টায় সিলেটের গোলাপগঞ্জ (ঢাকা দক্ষিণ) এলাকায় প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন মাওলানা মা /মুনুল হক ও দশ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

তিনি জানান, এরপর দুপুর ১২টায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জে কে স্কুল মাঠে অনুষ্ঠিত হবে পরবর্তী নির্বাচনি জনসভা। দুপুর ২টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে আরেকটি নির্বাচনি জনসভায় তারা বক্তব্য প্রদান করবেন।

বাদ আসর সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় একটি নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। একইদিন বাদ মাগরিব মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় মাধবপুর রোডস্থ প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর।

এছাড়া রাত ৭টা ৩০ মিনিটে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে এবং সর্বশেষ রাত ৯টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মীরপুর বাজারে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন মাওলানা মা /মুনুল হক।
উক্ত সকল নির্বাচনি জনসভায় মাওলানা মা /মুনুল হকের সঙ্গে “১০ দলীয় নির্বাচনী ঐক্য”-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ