সর্বমিত্রের পদত্যাগ চান না বিশ্ববিদ্যালয়ের ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী

টানা দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে বহিরাগত কিশোরদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সর্বমিত্র চাকমা।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

তবে ডাকসু নেতার এই পদত্যাগের ঘোষণায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষার্থীদের একটি অংশ বিষয়টিকে ‘অতি আবেগী’ সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে ইমেজ সংকটের মুখে ‘সিম্পেথি’ বা সহানুভূতি পাওয়ার কৌশল হিসেবে অভিহিত করেছেন।

সর্বমিত্র চাকমার এমন সিদ্ধান্তের পর শিক্ষার্থীদের অবস্থান যাচাই করতে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় প্রাইভেট ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’-এ একটি পোল (জনমত জরিপ) তৈরি করেছেন মুসা আবদুল্লাহ খন্দকার নামের এক শিক্ষার্থী।

সেখানে জানতে চাওয়া হয়, পদত্যাগের ঘোষণা সত্ত্বেও কতজন শিক্ষার্থী তার ওপর আস্থা রাখতে চান। পোল তৈরির মাত্র তিন ঘণ্টা পর দেখা যায়, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটি বিশাল অংশই তার পক্ষে অবস্থান নিয়েছেন। ফলাফলে দেখা যায়, পোলে ভোট দেওয়া মোট শিক্ষার্থীদের ৮২ শতাংশই সর্বমিত্রের ওপর আস্থা রাখার পক্ষে মত দিয়েছেন। সর্বমিত্রের পক্ষে মোট ভোট পড়েছে ৩ হাজার ৩৭৩টি। অন্যদিকে, তার প্রতি অনাস্থা জানিয়েছেন ৭৬৭ জন শিক্ষার্থী, যা মোট ভোটের ১৮ শতাংশ।

পোস্টের নিচে মন্তব্য করতে গিয়ে ফারুক হাসান নামে এক শিক্ষার্থী লিখেছেন, ‘কানে ধরানো উচিত হয়নি, এটা ভুল। কিন্তু সমস্যার জায়গায় সর্বই ঠিক; ওখানে আমাদের কতবার টাকা হারিয়েছে। সর্বকে ভোট দিয়েছি সমালোচনা করার জন্য, সেই সাথে আমাদের ম্যান্ডেট নিয়ে কাজ করার অধিকারও তাকে দিয়েছি।’ তবে বিপরীত মতও এসেছে সমানতালে।

নওরিন সুলতানা তমা নামে এক শিক্ষার্থী লিখেছেন, ‘শিশু অধিকার আইন লঙ্ঘন করে ক্রিমিনাল অফেন্স করা কারো ওপর কার কী আস্থা আছে তাতে কিছু যায় আসে না, যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি যেখানে অনেক শিক্ষার্থীর কাছে এটাই স্বাভাবিক।’

এদিকে পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই ডাকসু কর্তৃপক্ষের কাছে। এক সংবাদ সম্মেলনে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, ‘সাধারণত পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয় আসলে সেটি লিখিত আকারে আমার কাছে আসার কথা। এখন পর্যন্ত আমি এমন কিছু পাইনি। এর বাইরে সামাজিক মাধ্যমে কোনো পোস্ট বা বক্তৃতা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। লিখিত আবেদন পেলে তখন আপনাদের বিস্তারিত জানানো হবে।’

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ