স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে ইসলামের বাক্স ছিনতাই করেছে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীনের ৫৪ বছর পেরিয়ে গেলেও সে আশা আকাংখা বাস্তবায়ন হয় নাই।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগষ্ট যখন এদেশ নতুন করে স্বাধীন হল এই স্বাধীনতার পরে দেশকে গঠন করার একটি সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগানোর জন্য আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেয়ার জন্য। সেই পরিবেশ তৈরি হওয়ার পর একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে তারা আমাদের ইসলামের নামের বক্স ছিনিয়ে নিয়ে গেল। এরপর তারা বলল, যে প্রচলিত নিয়মে দেশ চলছিল সেই প্রচলিত নিয়মে আবার দেশ চলবে। যদি প্রচলিত নিয়মে দেশ সুন্দর হয় তাহলে ৫৪ বছরে কেন হল না।

তিনি বলেন, জামায়াতের নেতারা বলে তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে। কিন্তু কোন নীতি আদর্শে তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে সেটা জাতি জানতে চায়। আমরা তো ইসলামের নিয়ম নীতি আদর্শে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী নিয়ম নীতি ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না।

তিনি আরও বলেন, ইসলামের স্বার্থ, দেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থে আমরা একত্রে পথ চলা শুরু করার পর যখন সেই স্বার্থ বিলীন হয়ে গেল তখন আমরা একা হয়ে গেলাম। কিন্তু আমরা একা হই নাই আমাদের সাথে আল্লাহ রয়েছে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ