পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার বাড়ি থেকে সাড়ে ১৭টন সরকারী ভিজিএফের চাল জব্দ করেছে দুমকী উপজেলা প্রশাসন।
শনিবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই চাল জব্দ করা হয়।
দুমকী থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন এই চাল জব্দ করেন। তিনি জানান, প্রায় ৩৫০ বস্তা প্রতিটি বস্তায় ৫০কেজি করে চাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, সরকারি চাল গোডাউন ব্যতীত কোনো ব্যক্তিগত বাসা বাড়িতে রাখার নিয়ম নেই। এটি অপরাধ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, ঘটনার সময় চেয়ারম্যান গোলাম মর্তুজা বাড়িতে ছিলেন না। তার ব্যবহৃত ফোনটি বন্ধ রয়েছে। তাকে খবর দেয়া হয়েছে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।