JuboKantho24 Logo

সিরাজনগর নয়াচরে মাদরাসা শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ; পরীক্ষা বর্জন

আরাফাত নুর;

নরসিংদী রায়পুরার সিরাজনগর নয়াচর উম্মুলকুরা (ডিগ্রী) সিনিয়র শিক্ষক আব্দুল হাকিম চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ছাত্রীদের ইভটিজিংসহ বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন।

বুধবার (২১ই আগস্ট) সকালে মাদরাসা প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে আশপাশের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বরাবর লিখিত অভিযোগ জমা দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, শিক্ষক আব্দুল হাকিম চৌধুরী দীর্ঘদিন ধরে মাদরাসায় স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। তিনি সাধারণ শিক্ষার্থীদের হয়রানিসহ সরকারি ক্ষমতার প্রভাব দেখিয়ে নান অপকর্মে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে ছাত্রীদের ইভটিজিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীরা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের লেজুড়বৃত্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–বিরোধী ছিলেন তিনি। ছাত্রদেরকে রাজনৈতিকভাবে বিভিন্ন হুমকি ধমকি দেয়ার অভিযোগও রয়েছে বলে জানা যায়।

 

এ ছাড়া এ শিক্ষকের উদাসীনতায় স্কুলটিতে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার পরিবেশ নষ্ট হয়েছে বলে শিক্ষার্থীরা দাবি করেন। পরে শিক্ষার্থীরা ওই শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে এক দফা দেন। তারা বলেন শিক্ষক আব্দুল হাকিম পদত্যাগ না করলে শিক্ষার্থীরা পাঠদানে ফিরে যাবেন না৷ এসময় তারা ক্লাস বর্জন করে নতুন কর্মসূচি দিয়ে রাজপথে নামার হুশিয়ার দেন।

এই বিষয়ে জানতে মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ওমর ফারুককে মোবাইলে ফোন দিলে দ্রুত সময়ের মধ্যেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানান।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ