
আজ ২৫ মে, বাদ মাগরিব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হেফাজতে ইসলাম বাংলাদেশসহ সাতটি রাজনৈতিক দলের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সরকারের পক্ষে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, গৃহায়ণ গণপূর্ত ও শিল্প উপদেষ্টা এডভোকেট আদিলুর রহমান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুক ই আজম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এতে জাতীয় ইসলামী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান,যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আবদুল কাদের, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হুসাইন রাযী, নাগরিক অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নূরুল হক নূর।
হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান
নারী কমিশনের প্রস্তাব বাতিল, হেফাজত নেতা কর্মীদের মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। দেশের চলমান ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
বৈঠকে জাতীয় ইসলামী নেতৃবৃন্দ দেশ ও উম্মাহর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা দেশ ও দ্বীনের স্বার্থে সবধরনের ফিতনা ও বিভ্রান্তির বিরুদ্ধে সরকারের বক্তব্য স্পষ্ট করার আহবান জানান।