JuboKantho24 Logo

আহত ফিলিস্তিনি শিশুর ছবি জিতল বর্ষসেরা পুরস্কার

গাজায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় দুই বাহু হারানো ফিলিস্তিনি শিশুর হৃদয়স্পর্শী ছবি বর্ষসেরা প্রেস ফটো হিসেবে নির্বাচিত হয়েছে। ছবিটি ২০২৫ সালের বিশ্ব প্রেস ফটো অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে।

বৃহস্পতিবার এই ছবিটি পুরস্কারপ্রাপ্ত ঘোষণা করা হয়। ফটো সাংবাদিক সামার আবু এলুফ ছবিটি তোলেন নিউ ইয়র্ক টাইমস পত্রিকার জন্য। একজন নয় বছর বয়সী ফিলিস্তিনি শিশুর একটি গম্ভীর ছবি।

ফটো সাংবাদিক সামার আবু এলুফ নিজেও গাজার বাসিন্দা। বিস্ফোরণে এক বাহু বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং অন্য বাহু বিকৃত হওয়ার তিন মাস পর শিশু মাহমুদ আজজুরের সঙ্গে দেখা করেন এলুফ। চিকিৎসার জন্য আজজুর ও তার পরিবারকে কাতারের দোহায় নিয়ে যাওয়া হয়। দোহাতেই গত বছরের মার্চে ইসরাইলি বিমান হামলায় দুই হাত হারানোর তিন মাস পর ছবিটি তোলা হয়।

আবু এলুফ বলেন, মাহমুদের মা আমাকে বলেছিলেন, সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি ছিল যখন মাহমুদ প্রথম বুঝতে পারে তার হাত দুটো নেই। তখন সে মাকে প্রথম যে কথাটি বলে তা ছিল— ‘আমি তোমাকে কিভাবে জড়িয়ে ধরব?

২০২৪ সালের মার্চ মাসে ইসরাইলি বিস্ফোরণের পরে মাহমুদকে কাতারের দোহায় সরিয়ে নেওয়া হয়। চলমান যুদ্ধে এই হামলাটি ঘটে।

এখন পর্যন্ত কমপক্ষে ৫১ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, প্রায় ১,১৬,৪৩২ জন আহত হয়েছেন এবং উপত্যকার অনেক অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ