ইমারাতে ইসলামিয়া বা তালেবান নেতৃত্বাধীন সরকারকে নিষিদ্ধ সংগঠনের কালো তালিকা থেকে বাদ দিয়েছে কাজাখস্তান।
সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট কাসেম জোমার্ত তোকয়েভ বৈশ্বিক নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত তালেবান ও তাদের সরকারকে নিজেদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন।
দেশটির সাথে নিজেদের ক্রমবর্ধমান রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ও সম্ভাবনার কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান।
এমন যৌক্তিক ও সাহসী সিদ্ধান্ত নেওয়ায় দেশটিকে সাধুবাদ জানিয়েছে ২০ বছর যাবত আমেরিকা ও ন্যাটো জোটের বিরুদ্ধে লড়াই করা দেশটির বর্তমান সরকার।
ইমারাত মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, কাজাখ প্রেসিডেন্ট কর্তৃক নিষিদ্ধ সংগঠনের কালো তালিকা থেকে ইমারাতে ইসলামিয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক ও প্রশংসনীয়। আমরা একে সাধুবাদ জানাই। কালো তালিকা থেকে আমাদের বাদ দিতে বিশ্বের অন্যান্য দেশগুলোকে কাজাখস্তানকে অনুসরণের আহবান জানাই।
তিনি আরো বলেন, আমেরিকাকে পরাজিত করার পর আফগানিস্তান ও আমাদের সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রোপাগাণ্ডা ছড়ানো হয়। যা বিভিন্ন দেশকে প্রভাবিত করে আমাদের বিরুদ্ধে নেতিবাচক সিদ্ধান্ত নিতে। কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতা স্পষ্ট হতে থাকায় তারা আমাদের সাথে ইতিবাচক সম্পর্ক স্থাপন ও তা জোরদারে আগ্রহী হয়ে উঠে। আশা করছি, এই দেশগুলোও অচিরেই ইমারাত সরকারকে তাদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিবে।
সূত্র: হুররিয়াত