
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৮ মে) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠকে তিনি বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি এ ঘটনায় যেসব ব্যক্তি, প্রতিষ্ঠান বা বাহিনী জড়িত, তাদের আইনের আওতায় আনতে না পারলে আমি নিজেই পদত্যাগ করব।”
এর আগে দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ধান কর্তনের উদ্বোধন করেন তিনি।
এ সময় সীমান্ত নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের সীমান্তে ভয়ের কোনো কারণ নেই। আমাদের বর্ডার সম্পূর্ণ নিরাপদ (সিকিউর)। এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কৃষকেরা ভালোভাবে ধান কাটতে পারবে।”