JuboKantho24 Logo

নারীবিষয়ক সংস্কার কমিশন অবমাননাকর প্রতিক্রিয়া আশা করি না: আইন উপদেষ্টা

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে কোনো কোনো মহল থেকে যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছে তা কিছু ক্ষেত্রে বিদ্বেষমূলক, আক্রমণাত্মক এবং জাতির প্রতি অবমাননাকর বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সরকার এ ধরনের প্রতিক্রিয়া আশা করে না বলে উল্লেখ করেছেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এ কথাগুলো বলেন। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে আইন উপদেষ্টা বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাব সেটি কমিশনের প্রস্তাব, এগুলো সরকারের সিদ্ধান্ত না। যতগুলো সংস্কার কমিশন হয়েছে সবগুলোর ব্যাপারেই কিছু না কিছু ক্ষেত্রে ভিন্নমত এসেছে। নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেখানে ভিন্নমত থাকতেই পারে। অধিকাংশ ক্ষেত্রে ভিন্নমত শালীনভাবে প্রকাশ করা হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক, আক্রমণাত্মক এবং শুধু নারী নয়, পুরো জাতির প্রতি অবমাননাকরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। উপদেষ্টা বলেন, ‘আমরা এটা আশা করি না।’

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমাদের যেকোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, এটি সংস্কার কমিশনের প্রস্তাব, সরকারের সিদ্ধান্ত না। আমরা আশা করব, ভিন্নমত ও প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা ও স্বাধীনতার পরিচয় দেয়।’

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ