কেন্দ্র ঘোষিত দাওয়াতী মাস (১৬ মে—১৫ জুন) এর অংশ হিসেবে ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬মে’২৪, রবিবার) বাদ আসর মিছিলটি আল্লাহ করিম জামে মসজিদ থেকে শুরু হয়ে নুরজাহান রোড ও ঈদগাহ মাঠ হয়ে টাউন হল জামে মসজিদে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কামাল উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রাকিবুল ইসলাম বলেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নেতৃত্ব গ্রহণের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তাই আমাদেরকে যোগ্য হতে হবে। সমাজ থেকে মাদকসহ সমস্ত নেশাদ্রব্য ইত্যাদি দূরীভূত করে কোরআনের সমাজ কায়েম করতে হবে। এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব আমাদেরকেই কাঁধে তুলে নিতে হবে। তাই সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে আসুন আমরা হাতে হাত রাখি ঐক্যবদ্ধ হই ছাত্র মজলিসের আহবানে সাড়া দিয়ে এই দায়িত্ব গ্রহণ করি।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মাওলানা কামাল উদ্দিন বলেন, পৃথিবীর কোথাও আজ শান্তি নেই, স্বস্তি নেই। সর্বত্র ছড়িয়ে আছে বিশৃঙ্খলা। আল্লাহ বলেন এই বিশৃঙ্খলা আমাদের হাতের অর্জন। তাই বর্তমান সমাজে পুনরায় শান্তি ফিরিয়ে আনতে, কোরআনের আদর্শ বাস্তবায়ন করতে হবে। সুতরাং আসুন আমরা খেলাফতের পতাকাতলে ঐক্যবদ্ধ হই। হাতে হাত রেখে,কাঁধে কাঁধ মিলিয়ে খেলাফতের এই মিছিলে শরিক হই।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মুশতাক আহমদ বলেন, দাওয়াতি মাসে আমাদের আহ্বান থাকবে স্কুল কলেজ ভার্সিটি কওমি ও আলিয়ার ছাত্ররা, আসুন আমরা সকলে হাতে হাত রাখি সমাজ থেকে জুলুমের দুর্ভেদ্য প্রাচীর চূর্ণ করে খেলাফতের দায়িত্ব কাঁধে তুলে নেই। এর মাধ্যমে সমাজ থেকে সর্বপ্রকার অন্যায় অবিচার দূর করে ইসলামী সমাজ কায়েম করি।
উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাহমুদুল হাসান সাগর, কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য আশরাফুল ইসলাম সাদ, সাংগঠনিক সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ দিদারুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল হাই, সাহিত্য সংস্কৃতি ও গবেষণা সম্পাদক মাগফুর এজাজসহ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।