JuboKantho24 Logo

বাইতুল মুমিন ছাত্র কাফেলার সভাপতি আরাফাত নুর সেক্রেটারি আব্দুল্লাহ ইকবাল

 

পড়ালেখার পাশাপাশি প্রতিটি ছাত্রকে বহুমূখী যোগ্যতাসম্পন্ন আলেম হিসেবে গড়ে তুলতে উত্তরা বাইতুল মুমিন মাদরাসা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। একজন ছাত্র যাতে সমাজের সকল সেক্টরে নিজেকে মেলে ধরতে পারে, বক্তৃতার মঞ্চ কিংবা লেখনির জগত অথবা নেতৃত্যের ময়দানে নিজের সবটুকু প্রতিভার বিকাশ ঘটাতে পারে- এজন্য বাইতুল মুমিন গঠন করেছে বাইতুল মুমিন ছাত্র কাফেলা’ (ছাত্র সংসদ) নামে একটি সাড়াজাগানো প্রশিক্ষণমূলক ছাত্রসংগঠন।

গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর দুইটা থেকে ছাত্রকাফেলার নতুন দায়িত্বশীল পরিচিতি অনুষ্ঠান শুরু হয় যা চলে বিকেল নাগাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইতুল মুমিন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি নেয়ামতুল্লাহ আমিন।

এসময় সকলের ঐক্যমতে আরাফাত নুর ও আব্দুল্লাহ ইকবালকে চলতি শিক্ষাবর্ষ (২০২৫-২৬ ইং)-এর ছাত্রকাফেলার সভাপতি ও সেক্রেটারি নির্বাচন করে ২১ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মুফতি আল-আমিন সিরাজী, মুফতি মাহমুদুল হাসান, মুফতি মুজাম্মেল হক, মুফতি ইমরুল হাসান, মুফতি মাআরিফুল ইসলাম, মুফতি মু’য়াতাসিম বিল্লাহ, মুফতি ইমরান আহসান, মুফতি আব্দুল কাইয়ুম, মাওলানা ফজলুল হক সিদ্দিকী, হাফেজ মাওলানা মাইনুল ইসলাম, হাফেজ মাওলানা হাজি এমদাদুল্লাহ, মাওলানা মাহদি হাসান, মাওলানা কারি মাহবুবুর রহমান, মুফতি সুলাইমান সাদপ্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ