বেফাকের বৈঠক সমাপ্ত; হাইআতুল উলয়ার সিদ্ধান্তে পরীক্ষার সময়সূচি বদলের আভাস

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরুরি বৈঠকে বসেছে কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ কর্তৃপক্ষ আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এবং কওমি শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

সূত্র জানায়, বৈঠকে বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা এবং হাইআতুল উলয়ার অধীন পরীক্ষাসমূহের সময়সূচি এগিয়ে আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বেফাকের নির্ধারিত সূচি অনুযায়ী ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামী ২১ জানুয়ারি ২০২৬। তবে নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে এনে আগামী ১৭ জানুয়ারি থেকে শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। হাইআতুল উলয়ার বৈঠক শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) বেফাকের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বেফাকের মিটিং শেষ হওয়ার পর আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে বর্তমানে হাইআতুল উলয়ার জরুরি বৈঠক চলছে। এতে বোর্ডের দায়িত্বশীলরা অংশ নিচ্ছেন।

এর আগে আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মুঃ অছিউর রহমান জানান, রবিবার হাইআতুল উলয়ার জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে হাইআতুল উলয়ার অধীন পরীক্ষাগুলোর সময়সূচি এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, হাইআতুল উলয়ার অধীন দাওরায়ে হাদিসের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ