কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র মজলিসে আমেলার বৈঠক আগামীকাল শনিবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কাল সকাল ১০ টায় যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস সামাদসগরে অবস্থিত বোর্ডটির নতুন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে আজ শুক্রবার (১১ অক্টোবর) সন্ধায় তথ্যটি নিশ্চিত করেছেন বোর্ডটির সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু।
জানা গেছে, বৈঠকে বেফাকের সারাদেশের আমেলের সদস্যরা উপস্থিত থাকবেন। মজলিসে খাস কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে সেসব বিষয়গুলোর পর্যালোচনা, অনুমোদন ইত্যাদি গুরুত্বপূর্ণ সকল বিষয় নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, গত বছর (৭ অক্টোবর ২০২৩, শনিবার) রাজধানী ঢাকার যাত্রাবাড়ী মাদরাসায় অনুষ্ঠিত হয় কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ১১তম জাতীয় কাউন্সিল। কাউন্সিলের পর মজলিসে আমেলার এটাই প্রথম বৈঠক।