শিরোনাম :
খাগড়াছড়ি কওমি মাদরাসা-ওলামা ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক চাঁপায় যুবকের মর্মান্তিক মৃত্যু মন্দিরে অগ্নিসংযোগের সাথে দুই ভাইয়ের সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই আন্দ্রেই হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে মুসলিমদের সংখ্যাবৃদ্ধি নিয়ে বিতর্কিত প্রতিবেদন ওজন কমাতে যে কারণে নারিকেল খাবেন ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি: ওবায়দুল কাদের আধুনিক যুগে পায়ে হেটে হজে যাওয়ার বিধান এসএসসির খাতা চ্যালেঞ্জ শুরু, যেভাবে করবেন
সারাদেশ
মন্দিরে অগ্নিসংযোগের সাথে দুই ভাইয়ের সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি
প্রকাশ: ১৩ মে, ২০২৪, ০৫:৩৩ বিকাল
মন্দিরে অগ্নিসংযোগের সাথে দুই ভাইয়ের সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিসহ শতাধিক ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। জেলা প্রশাসন গঠিত কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা পড়েছে।
বৃহস্পতিবার তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আলী এ প্রতিবেদন জমা দেন। জেলা প্রশাসক বলেন, তদন্ত কমিটি উপজেলার ডুমাইন ইউনিয়নের শতাধিক ব্যক্তির বক্তব্য গ্রহণ করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে বেশকিছু বিষয় উঠে এসেছে। তবে এটি আদালতে বিচারাধীন থাকায় বেশিকিছু বলা সম্ভব হচ্ছে না বলেও জানান জেলা প্রশাসক।
এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, মন্দিরে অগ্নিসংযোগের সাথে দুই ভাই সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় নি। মন্দিরে কে আগুন দিয়েছে তাও খুঁজে বের করা সম্ভব হয়নি। দুই সহোদর কিংবা অন্য কোন শ্রমিক আগুন লাগিয়েছে এমন প্রত্যক্ষ কোনো প্রমাণ পাওয়া যায়নি।
গত ১৮ এপ্রিল রাতে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে সহোদর নির্মাণ শ্রমিক আরশাদুল খান (১৯) ও আশরাফুল খানকে (১৫) নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মারধরে আরও কয়েকজন শ্রমিকও আহত হন। ঘটনার পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আলীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে, এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মধুখালী থানার ওসি মো. মিরাজ হোসেন। তিনি বলেন, তিনটি মামলায় এখন পর্যন্ত মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।