২০২৪ সালের মার্কিন কংগ্রেসের নির্বাচনে পাঁচজন মুসলিম নেতা নির্বাচিত হয়েছেন। যার মধ্যে রাশিদা তালিব, ইলহান ওমর ও আন্দ্রে কারসন কংগ্রেসে পুনঃনির্বাচিত হয়েছেন। এছাড়া টেক্সাসে সালমান ভোজানি ও সুলেমান লালানিও পুনঃনির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সরকারে মুসলিম প্রতিনিধিত্বের মুসলিম প্রভাব জানান দেয় এর মাধ্যমেই।
মিশিগানের ১৩তম জেলা থেকে রাশিদা তালিব পুনরায় চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। যেখানে তিনি ৭০% ভোট পেয়ে জয়লাভ করেছেন। ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং কংগ্রেসে নির্বাচিত প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী হিসেবে পরিচিত তালিব যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতির অন্যতম প্রকাশ্য সমালোচক। তার পুনঃনির্বাচন প্রমাণ করে যে ডিয়ারবর্নের আরব-আমেরিকান সম্প্রদায় তাকে ব্যাপকভাবে সমর্থন করে, যারা তার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নীতি-প্রবণতার সাথে সংহতি প্রকাশ করে।