সারাদেশে বিভিন্ন উপাসনালয়, প্রতিষ্ঠান ও মাজারে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ভারত সুযোগ নিচ্ছে বলে মনে করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এসব হামলার কারণে এদেশের আলেম-ওলামা ও মুসলমানদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেছে সংগঠনটি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে তারা বলেন, মাজারকে কেন্দ্র করে কোনো শরীয়তবিরোধী অপকর্ম বা সমাজবিরোধী কর্মকাণ্ড চললে প্রশাসনের সহায়তায় শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেওয়া উচিত।
হেফাজতের দুই শীর্ষ নেতা বলেন, আমরা কোনো হামলা সমর্থন করি না। আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা করা, সহিংসতা বা অরাজক পরিস্থিতি সৃষ্টি কোনোভাবেই নাগরিকদের দায়িত্বশীল মানসিকতার পরিচয় নয়। এসব অনাকাঙ্ক্ষিত হামলা রোধে সরকারকে সহযোগিতা করতে আলেম-ওলামারা প্রস্তুত আছে।
তারা আরো উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নাগরিকদের সহযোগিতার পরিবর্তে বিভেদ ও বিভক্তি দেখা যাচ্ছে। এর সুযোগে ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তি ও আধিপত্যবাদী ভারত আবারও মরণকামড় দেওয়ার চেষ্টা করছে।
বিবৃতিতে হেফাজতের পক্ষ থেকে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে অদক্ষ ও ব্যর্থ ব্যক্তিদের বাদ দিয়ে বিপ্লবের চেতনা ধারণকারী দক্ষ লোকদের অন্তর্ভুক্ত করারও আহ্বান জানানো হয়।