JuboKantho24 Logo

ফিলিস্তিন রক্ষায় মুসলিম বিশ্বকে সামরিক জোট গঠনের আহ্বান মুফতি তকী উসমানীর

ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সহায়তায় মুসলিম বিশ্বকে সম্মিলিত সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন বিশ্বের অন্যতম প্রধান আলেম ও পাকিস্তান শরীয়াহ কোর্টের সাবেক প্রধান বিচারপতি মুফতী তাকী উসমানী।

সম্প্রতি কাতারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সাথে এক বৈঠকে এই আহবান জানান তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারস-এর মহাসচিব শায়েখ ড.আলি আল কারাদাগী, মৌরিতানীয়ার বিখ্যাত আলেম মুহাম্মাদ আল হাছান বিন দিদো, আন্তর্জাতিক নুসরাতুন নবী (সা:) সংস্থার প্রধান শায়েখ ড. মুহাম্মদ সগীর প্রমুখ।

বৈঠকে স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠনগুলোকে আর্থিক ও রাজনৈতিক সহায়তা প্রদানের জন্য মুসলিম বিশ্বের প্রতি অনুরোধ জানান মুফতী তাকী উসমানী। একই সাথে মুসলিম দেশগুলকে ইসরাইলের বিরুদ্ধে মুজাহিদদের সহায়তা করতে সম্মিলিত সামরিক ফ্রন্ট গঠনের আহবান জানান তিনি।

ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানের সাধারণ জনগণের সমর্থন অব্যাহত থাকবে বলে হামাসকে জানান মুফতী তাকী উসমানী।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ