JuboKantho24 Logo

শেখ হাসিনার বিচার দাবিতে সন্দ্বীপে বিএনপির বিক্ষোভ

আরাফাত নুর;

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার করার দাবিতে চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে দলের নেতা-কর্মীরা সেখানে সমাবেশ করেন। এ সময় তাঁরা শেখ হাসিনা ও তাঁর দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের,সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, যুগ্ম আহ্বায়ক গাজি হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান প্রমুখ নেতৃবৃন্দ

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ