হেফাজত নেতা শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক কারামুক্তির পর এই প্রথম চট্টগ্রাম সফরে যাওয়ায় শায়খুল হাদীস পরিষদ চট্টগ্রাম জেলার দায়িত্বশীলদের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বরণ করে নেয়া হয়।
আজ সোমবার (২০মে) সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এসময় তার সফরসঙ্গী হিসেবে মাওলানা আতাউল্লাহ আমিনকেও দেখা যায়।
জানা যায়, চট্টগ্রামের একটি মামলার আজ হাজিরা থাকায় তিনি চট্টগ্রামে যান। এছাড়াও বেশকিছু মুরুব্বি আলেমের সাথে দেখা করে দোয়া নিবেন বলেও জানা গেছে।