JuboKantho24 Logo

নরসিংদীতে মিলেনিয়াম ব্যাচ এস এস সি ২০০০ কর্তৃক মেগা প্রোগ্রাম রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত

 

বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক আজীবন এ শ্লোগানে উৎসব মুখর পরিবেশে সারা দেশের মিলেনিয়াম ব্যাচ এসএসসি ২০০০’কর্তৃক মেগা প্রোগ্রাম রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এসএসসি ২০০০’ মিলেনিয়াম ব্যাচ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক গ্রুপের আয়োজনে শুক্রবার (১০ জানুয়ারি) নরসিংদী ড্রিম হলিডে পার্কে মিলেনিয়াম ব্যাচ মেগা প্রোগ্রাম রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এতে দেশের বিভিন্ন জেলা থেকে ২০০০’ব্যাচের প্রায় ৮০০ সদস্য রজতজয়ন্তী উৎসবে অংশ নেয়। সকাল ৯ থেকে শুরু হওয়া মিলেনিয়াম ব্যাচ মেগা প্রোগ্রাম রজতজয়ন্তী উৎসব দিনব্যাপি উৎসবে মুখর ছিল ড্রিম হলিডে পার্কে মাধুরিমা পিকনিক স্পট।

উক্ত স্পটে এক বন্ধু অপর বন্ধুকে সরাসরি দেখতে পেয়ে আনন্দে মেতে উঠেন।

পূর্বঘোষিত সময়সূচি অনুসারে শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে পার্কে মিলেনিয়াম ব্যাচের বন্ধুরা অনুষ্ঠানে রেজিস্ট্রেশনকৃত প্রধান ফটকে উপস্থিত হয়ে মিলেনিয়াম ব্যাচ স্টল থেকে যার যার রেজিষ্ট্রেশকৃত নাম্বার অনুসারে টিকেট, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালে নাস্তা, গিফট আইটেম ও ট্রি-শার্ট সংগ্রহের কুপন গ্রহণ করে পার্কে প্রবেশ করেন।

এর পর প্রদান করা হয় টুকেনের বিনিময়ে সকালের নাস্তা ও ট্রি-শাট গ্রহণ। পর ট্রি-শার্ট পরে শুরু হয় উন্মক্ত আলোচনা ও ঘুরাঘুরি। দুপুরে প্রদান করেন খাবার, বিকালে অনুষ্ঠিত হয় সাংস্কৃতি অনুষ্ঠান।

সাংস্কৃতি অনুষ্ঠানের শেষে রেফেল ড্র’তে বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
আওলাদ সুমিত,তামিম ,আলআমিন ও মনোয়ারা স্মৃতি

এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন রিয়াজুল ইসলাম রাব্বি আবু বকর তামিম, মশিউর রহমান জাভেদ, সোহাগ ভূইয়া, মিজানুর রহমান, নিয়ন,সহ এস এস সি ২০০০ ব্যাচের মিলেনিয়াম গ্রুপের এডমিন প্যানেলের সদস্যরা।

এই সময় এডমিন প্যানেল সদস্যরা জানায় আমাদের গ্রুপে অনেক বন্ধু সংযুক্ত। আমাদের বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি করাই এর মূল উদ্দেশ্য। এভাবে প্রতি বছরের অন্তত যেনো বসতে পারি বন্ধুত্বের মিলন মেলায়। এতে শুধু বন্ধুরাই নয় পরবর্তিতে থাকবে আমাদের পরিবারের সদস্যরাও।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ