
অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানী রাজধানীর কাকরাইল এলাকায় বিকেল ৪টার পরে এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়।
পরবর্তিতে তাকে রমনা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা থাকলে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ সময় তারা আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রচার করা হচ্ছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল পেইজ থেকে এ বিষয়ে কিছু জানানো হয় নি।
এদিকে ভিডিওতে একজনকে বলতে শোনা গেছে যে, ‘আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করছি।’
রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক জালাল উদ্দীন বলেন, অভিনেতা সিদ্দিককে ফ্যাসিস্ট অ্যাখ্যা দিয়ে ঘণ্টাখানেক আগে কিছুলোক জন থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা যাচাই বাছাই চলছে।
উল্লেখ্য, অভিনেতা সিদ্দিক গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে ছিলেন। তিনি ঢাকা-১৭, সংসদীয় আসন ১৯০ (গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট, ভাসানটেক এলাকা ও টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ি) সংসদীয় আসন-১৩০। এই দুটি আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ভিডিও দেখুন-
https://www.facebook.com/Jubokanthobd/videos/1241152714018297