আপিলে ৬ষ্ঠ দিনের শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আপিলে ৬ষ্ঠ দিনের শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা।

আজ ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার আপিলের ৬ষ্ঠ দিনের শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- ঢাকা -১৮ আসনে মাওলানা নিয়ামতুল্লাহ আমীন, শেরপুর -১ আসনে মাওলানা শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ -৪ আসনে মাওলানা খাইরুল ইসলাম ঠাকুর এবং চট্টগ্রাম -২ আসনে এইচ এম আশরাফ বিন ইয়াকুব।

প্রসঙ্গত, গত পাচ দিনের আপিলের শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আরও চৌদ্দজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ নিয়ে আপিল শুনানিতে মোট ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।

উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ