JuboKantho24 Logo

উমরা সফরে ইন্তেকাল করলেন তরুণ আলেম লেখক রায়হান খাইরুল্লাহ

পবিত্র উমরা পালন করতে গিয়ে সৌদি আরবে ইন্তেকাল করেছেন বিশিষ্ট তরুণ লেখক গবেষক মাওলানা রায়হান খাইরুল্লাহ (৩৫)। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সৌদির সময় বেলা ১টায় আইসিউতে থাকাবস্থায় ডাক্তারগণ তাকে মৃত ঘোষণা করেন।

রায়হান খাইরুল্লাহ’র বন্ধু লেখক মাওলানা আবদুল্লাহ আল ফারুক সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে।

তিনি জানান, উমরার সফরে অসুস্থ হয়ে মক্কার কিং ফয়সাল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন বন্ধুবর লেখক রাইয়ান খাইরুল্লাহ। ফুসফুসের সমাস্যা ছিলো। পবিত্র ওমরা আদায়কালে গত রাতে অসুস্থ হয়ে মক্কার কিং ফয়সাল হাসপাতালের আইসিইউতে ছিলেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি লেখক রায়হান খাইরুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে লিখে জানান, ‘Rahbar Travels -এর ফেব্রুয়ারি কাফেলার হাজিদের নিয়ে আমার ফেবারিট এয়ারলাইনস এমিরেটসে এবারের উমরাহ সফর। গন্তব্য জেদ্দা। দোয়া চাই, আল্লাহ যেন আমাদের উমরাহ কবুল করেন এবং পুরো সফরটা ইবাদত-বন্দেগিতে কাটানোর তাওফিক দেন।’

এদিকে মাকতাবাতুল আযহারের সত্ত্বাধিকারী মাওলানা উবায়দুল্লাহ আজহারী আজ দুপুর ১টার ফ্লাইটে সৌদি আরব রওনা দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি ফেসবুক স্ট্যাটাসে জানান, আদরের ভাগ্নে রাইহান খাইরুল্লাহ প্রচণ্ড অসুস্থতা নিয়ে আজ দু দিন ধরে মক্কার কিং ফয়সাল হাসাপাতালে আছে।এই সংবাদ আমাদের পরিবারের সবার কাছে অত্যন্ত কষ্টকর।

তার সুচিকিৎসার দেখভালের জন্যে আমি জরুরি ভিত্তিতে আজ দুপুর ১টার ফ্লাইটে সৌদি যাচ্ছি।

বিগত তিন দিন ধরে আমাদের সবার মানসিক অবস্থা ভালো নয়। এ সময় পারিবারিক ব্যস্ততা ও সফরের দৌড়ঝাপের কারণে অনেকের ফোন ধরতে পারিনি। অনেকগুলো পূর্বনির্ধারিত প্রোগ্রামে আসতে পারিনি। এজন্যে সবার কাছে দুঃখ প্রকাশ করছি।

প্রিয় ভাগনের জন্যে সবার কাছে আন্তরিক দুআ প্রার্থনা করছি। আমি নিজেও পরিপূর্ণ সুস্থ না। আপনাদের নেক দুআয় আমাদের ভুলবেন না ‘

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ

সর্বশেষ
সর্বশেষ