
গাজার ধ্বংসস্তূপ থেকে জিহাদের আজান ভেসে আসছে-মাওলানা জাহিদুজ্জামান
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান ইসরাইলের সাম্প্রতিক বর্বর গণহত্যার কঠোর নিন্দা জানিয়ে বলেন, “গাজার ধ্বংসস্তূপ থেকে জিহাদের আজান ভেসে আসছে। মুসলিম উম্মাহকে আর বসে থাকলে চলবে না। আমাদের যুবক ও তরুণদের শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে আসতে হবে।
আজ ১৯ মার্চ, বুধবার ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলি হামলা ও ভারতে মুসলমানদের ওপর চরমপন্থী আগ্রাসনের প্রতিবাদে টাঙ্গাইলে জেলা যুব মজলিসের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, “ফিলিস্তিনের মজলুমদের রক্ষায় যদি সৈন্য প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে আমরা যুব মজলিস থেকে মুজাহিদ সরবরাহ করব। সময় এসেছে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার, মুসলমানদের হত্যা আর সহ্য করা হবে না।
তিনি বলেন, ইসরাইল একটি দখলদার সন্ত্রাসী রাষ্ট্র, যারা রাষ্ট্রীয়ভাবে যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে। তাদের বর্বরতা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। এই আগ্রাসন যতদিন চলবে, ততদিন বিশ্ব মুসলিম চুপ থাকবে না। ইসরাইলের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, “গাজা শুধু ফিলিস্তিনের যুদ্ধক্ষেত্র নয়, এটি সমস্ত মুসলিম উম্মাহর ইজ্জত-আবরুর লড়াই। ফিলিস্তিনের প্রতিরোধ মানেই মুসলিম জাতির অস্তিত্ব রক্ষার লড়াই। এই আগ্রাসন যতদিন চলবে, ততদিন ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি বলেন”ভারতে মুসলিমদের হত্যা করা হচ্ছে, মসজিদ ও কুরআন অবমাননা করা হচ্ছে, অথচ বিশ্ব নীরব। কিন্তু মুসলমানরা আর নীরব থাকবে না। ভারতের মুসলিম নিধন যদি অব্যাহত থাকে, তাহলে প্রতিরোধ হবে ভয়ংকর। মুসলিম উম্মাহ এক হলে কোনো শক্তিই আমাদের দাবিয়ে রাখতে পারবে না।”
জেলা সভাপতি মাওলানা আবু বকরের সভাপতিত্বে সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভারতের ফ্যাসিবাদী মোদী সরকার মুসলিমদের ওপর দমন-পীড়ন বন্ধ না করলে তাদের পতন সুনিশ্চিত। ভারত যদি মুসলিমদের ওপর জুলুম বন্ধ না করে, তবে মুসলমানদের প্রতিরোধ দাবানলের মতো ছড়িয়ে পড়বে।”
বিক্ষোভ মিছিল শেষে ফিলিস্তিন ও ভারতের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।