
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মুফতি নেয়ামতুল্লাহ আমিন।
দলীয় সূত্রে জানা গেছে, জনসম্পৃক্ততা, নেতৃত্বগুণ ও ইসলামি আদর্শে অবিচল থাকার কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিদ্ধান্তেই তাকে ঢাকা-১৮ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই উত্তরাসহ আশপাশের এলাকায় আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, শুরু হয় পোস্টারিং, প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুফতি নেয়ামতুল্লাহ আমিন আওয়ার ইসলামকে বলেন, “আমার রাজনৈতিক পথচলার শুরু হয়েছিল মাদ্রাসার ছাত্রদের অধিকার রক্ষার আন্দোলন থেকে। আজ সেই ছাত্রদের প্রতিনিধি হয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই আমি প্রার্থী হয়েছি, ক্ষমতার লোভে নয়।”
অনেকের মতে, আন্দোলন-নির্ভর পরিচিতি এবং ধর্মীয় মূল্যবোধে দৃঢ় অবস্থানের কারণে মুফতি নেয়ামতুল্লাহ আমিন এই আসনে একটি উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করতে পারেন।
উল্লেখ্য, ঢাকা-১৮ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। আগামী নির্বাচনে এখানে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও বাংলাদেশ খেলাফত মজলিসের এই মনোনয়ন অনেককেই চমকে দিয়েছে এবং নতুন আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে।