
দুবাইয়ে খেলাফত মজলিসের ইফতার মাহফিল।
খেলাফত মজলিস দুবাই শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ শে মার্চ দুবাই শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতারের আগে তাক্বওয়া অর্জনে মাহে রমযানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস দুবাই শাখার সভাপতি মাওলানা সুলাইমান খান, প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি মাওলানা নেয়ামত উল্লাহ।
মাওলানা হুসাইন আহমেদ ও মাওলানা বোরহান উদ্দিন’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-
মুফতি উসমান আশরাফী, সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি সংযুক্ত আরব আমিরাত শাখা। সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক মাওলানা খালেদ আহমদ।
আরও বক্তব্যে রাখেন দুবাই শাখার খেলাফত মজলিসের মাওলানা আব্দুল কাদির, মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা হাবিবউল্লাহ, মাওলানা মুফতী তারাজ আহমদ, মাওলানা নোমান হালিম, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা মিজানুর রহমান সহ প্রমুখ।
এসময় বক্তারা আরো বলেন যে, বাংলাদেশ থেকে ইসলাম বিরোধী অপকর্ম দূর করার লক্ষ্যে ছাত্র-জনতা এবং বাংলাদেশের ওলামায়ে কেরাম আন্দোলন সংগ্রামে রক্ত দিয়েছেন, শাহাদাৎ বরণ করেছেন। জালেমদের আর কোনো ভাবেই মাথা উঁচু করে দাড়াঁবার সুযোগ দেওয়া হবে না। আলেম ওলামাদের বিরুদ্ধে আর যাতে কেউ সাহস দেখাতে না পারে সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে জাতির সামনে দাঁড়ালে জাতি আমাদের মূল্যায়ন করবে ইনশাল্লাহ।