JuboKantho24 Logo

দুর্গাপূজা দেখতে গিয়ে নিখোঁজ, ৯ ঘণ্টা পর নদী থেকে ২ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

দুর্গাপূজা দেখতে গিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের ৯ ঘণ্টা পর মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাড়াদি ইউনিয়নের আঠারোখাদা গ্রামের মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে তাহসিব (৬) এবং হুমায়নের ছেলে হুজাইফা (৭)। তারা দুজনেই স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো।

স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর আঠারোখাদা গ্রামের মাথাভাঙ্গা নদীর পাড়ে তাহসিব ও হুজাইফা দুর্গাপূজা দেখতে যায়। তারপর থেকে তাদের দুজনকে পরিবারের সদস্য খুঁজে পাচ্ছিল না। তাদের সন্ধানে পূজামণ্ডপ ও মসজিদে মাইকিং করা হয়। পরবর্তীতে রাত ৯টার দিকে পূজামণ্ডপে দায়িত্বরত এক পুলিশ সদস্য তাহসিবের গেঞ্জি মাথাভাঙ্গা নদীর পাড়ে দেখতে পান। পরে স্থানীয় ১০-১২ জন যুবক নদীতে সন্ধান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

বাড়াদি ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মিয়া বিষয়টি নিশ্চিত করেন জানান, ধারণা করা হচ্ছে, এক শিশু পানিতে পড়ে যাওয়ায় অন্য শিশু গেঞ্জি খুলে উদ্ধারে গেলে সেও পানিতে ডুবে যায়।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। শিশু দুটির পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ