JuboKantho24 Logo

দেশ গঠনে আমরা একসাথে কাজ করবো : ড. শফিকুর রহমান

দেশ গঠনে আমরা একসাথে কাজ করবো… ড. শফিকুর রহমান
দূর্নীতি ও বৈষম্যহীন নতূন বাংলাদেশ গড়তে বিভেদ হীন ঐক্যের বিকল্প নেই।
আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কে সংবিধানে পূর্ণ স্থাপন করতে হবে।….. খেলাফত আন্দোলন।

ঢাকা-১৮মাচ ১৭রামাদান রোজ মঙ্গলবার।
ঐতিহাসিক বদর দিবসে রাজধানীর ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব মিডিয়া কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত “দূর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিভেদ হীন জাতীয় ঐক্য চাই “শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল দলের আমীর, আমীরে শরীয়ত মাওলানা আবুজর কাসেমী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতির ভাষণে বলেছেন।
পতিত নিষ্ঠুর দূর্নীতি ও জুলুম বাজ ফ্যাসিস্ট আওয়ামী সরকার কে স্থায়ী ভাবে প্রতিহত করতে মহান জুলাই আগস্টের সংঘঠিত বিপ্লবে অংশগ্রহন কারী সকল পক্ষ কে বিভেদ মূলক আচরণ হতে দূরে থেকে ঐক্যবধ্য থাকতে হবে।
নচেৎ ফ্যাসিবাদীরা আবার মাথা নাড়া দিয়ে উঠবে।
তিনি বলেন কতিত ফ্যাসিস্ট ইতিমধ্যে তাদের মাঠ গড়ম করতে অগ্রিম কর্মসূচিতে বিভিন্ন গড়নায় তাদের প্রক্সি নিয়োগ দিয়ে যাচ্ছে ।
সম্প্রতি হোটেল ইন্টার কন্টিনেন্টাল সামনে পূলিসের উপর নগ্ন হামলার ঘটনায় ই তার প্রকৃষ্ট প্রমাণ।
তিনি আরও বলেন ফ্যাসিস্টরা আবার ফিরে এলে আরো জঘন্য ভাবে ভোটারধিকারহরণ হবে ,সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লোট করে সকল টাকা বিদেশে পাচার হবে ,সারা দেশ আয়না ঘড়ে ভরে যাবে। দূর্নীতি চাঁদাবাজির টেন্ডারবাজি,গুম খুন সাধারণ বিষয়ে পরিণত হবে। তাদের
কূখ্যাত মদ্যপান নীতিমালা কে বাস্তবায়নের মাধ্যমে গোটাদেশ মাদকে সয়লাব হয়ে যাবে।
সেই সাথে বাংলাদেশ হবে অন্যদেশের অংগরাজ্য।
তিনি আরো বলেন, সংবিধান সংস্কারের কমিশনের প্রতি জোর আহ্বান জানিয়ে বলেন ফ্যাসিস্টরা শূধূ দেশ বাসী কে অত্যাচার করে নাই এমন কি তাঁরা কূখ্যাত নমরুদ ফেরাউনের অনুকরণে আল্লাহ পাকের সাথে ও বেয়াদবি মূলক কূফরি করতে সংবিধানের পঞ্চাদশ সংশোধনী নামে সংবিধানে ছত্রিশ বছর বহাল থাকা অমিও বাণী ” সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসী হইবে
যাবতীয় কার্যের ভীত্বি” কথাকে একঘষাতে মূছে দিয়ে ধর্মনিরপেক্ষতা নামে দেশে সাম্রাজ্যেত্ব কায়েম করে ছিলো।
এখন সময় এসেছে, ফ্যাসিবাদের সেই কূসংস্কারকে বাতিল করে সংবিধানে আবার সেই পবিত্রধারা পূর্ণ স্থাপন করা ।
করেননা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস না থাকলে ঈমান থাকে না।আর ঈমান না থাকলে দুনিয়া ও আখেরাতের কোথাও দূভোগ থেকে মুক্তি নাই।
দলের মহাসচিব মুফতি মুহাম্মদ ফখরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান সাহেব. কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর দক্ষীন আমীর নুরুল ইসলাম বুলবুল ও ওলামা বিভাগ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন. দলের সিনিয়র নায়েবে আমীর মুখপাত্র আলহাজ্ব মোঃ আজম খান, নায়েবে আমীর শাইখুল হাদীস মাওলানা আবুল কাশেম কাশেমী, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ আবদুল কাদের কাসেমী, যুগ্ম মহাসচিব মুফতী এনায়েতুল্লাহ হাফেজ্জী ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ,যুব আন্দোলন সভাপতি মাওলানা আজিজুল্লাহ.খেলাফত মজলিশ নেতা আমীর আলী হাওলাদার. সম্মলীত ইসলামী ঐক্যজোটের মহাসচিব এডভোকেট খায়রুল আহসান খান, বাংলাদেশ মানবতাবাদী দলের চেয়ারম্যান ক্যাপ্টেন ইব্রাহিম খলিল , ময়মনসিংহ জেলা আমীর মাওলানা মুহাম্মদুল্লাহ ফারুকী, ময়মনসিংহ মহানগর আমীর শাইখুল হাদীস মাওলানা নুরুজ্জামান ফারুক. ময়মনসিংহ জেলা সেক্রটারী মাওলানা হাবিবুল্লাহ খান।
দলের মহাসচিব মুফতি মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন ভারতের বিজেপি দাঙ্গাবাজ সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে মুসলমানদের উপর যারপরনাই অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। ভারতে বিশ্বের শ্রেষ্ঠ সু শাসক সম্রাট আওরঙজেবের মাজার ভাঙ্গার চক্রান্ত করছে।
মন্দির অনুসন্ধানে মসজিদ মাদরাসা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ভাঙছে। বিশ্বের মানবতাবাদীদের এ ব্যাপারে সোচ্চার হতে হবে। যদি ভারত মুসলমান ও মুসলিম স্থাপনায় হামলা বন্ধ না করে তাহলে বিশ্বের সকল মুলমান একাকার হয়ে ভারতের বিলুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে বাধ্য হবে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ

সর্বশেষ
সর্বশেষ