ধর্ষণকাণ্ডে প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের বিক্ষোভ মিছিল

ধর্ষণকাণ্ডে প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের বিক্ষোভ মিছিল

তারিখ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫
স্থান: উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড থেকে রাজলক্ষ্মী পর্যন্ত

দেশব্যাপী চলমান ধর্ষণকাণ্ডে প্রশাসনের উদাসীনতা ও অপরাধীদের দ্রুত বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আজ বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড থেকে শুরু হয়ে রাজলক্ষ্মী এলাকায় এসে শেষ হয়।

মিছিলের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি আহমদ উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমীন। তিনি তার বক্তব্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বলেন, “প্রশাসনের ভেতরে যারা ইসকন সদস্য হিসেবে বসে আছে, তাদেরকেও তদন্তের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আহাদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ খেলাফত যুব মজলিস পূর্ব থানার সভাপতি মাওলানা ফজলুল হক সিদ্দিক,
ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের বাইতুল মাল সম্পাদক আতাউল্লা আমীন,
সমাজকল্যাণ সম্পাদক হানজালা আল ফিদা,
প্রশিক্ষণ সম্পাদক রমজান মাহমুদ,
এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ