JuboKantho24 Logo

বিএম কিন্ডারগার্টেন মাদরাসায় ৮ শিশুর আমপারা গ্রহণ কুরআনমুখী প্রজন্ম গড়ার আহ্বান মুহতামিমের

 

বিএম কিন্ডারগার্টেন মাদরাসায় ৮ শিশুর আমপারা গ্রহণ
কুরআনমুখী প্রজন্ম গড়ার আহ্বান মুহতামিমের
ঢাকা | ২৩ জুলাই ২০২৫ | মঙ্গলবার

আজ রাজধানীর বিএম কিন্ডারগার্টেন মাদরাসায় অনুষ্ঠিত হলো এক পবিত্র ও হৃদয়গ্রাহী আয়োজন। মাদরাসার ৮ জন কোমলমতি শিশু কুরআনের শেষ খণ্ড “আমপারা” সবক গ্রহণ করে কুরআনের পথে প্রথম ধাপ সম্পন্ন করেছে।
এরা হলেন:

১. আরহাম আয়ান ইসলাম
২. ওয়ায়েজ আলম নিয়াজ
৩. ইসমাইল খান
৪. আকিফুজ্জামান
৫. জাবির ভূঁইয়া
৬. আব্দুল্লাহ বিন সেলিম
৭. সিবগাতুল্লাহ আমিন
৮. তাহেরা খান

তাদের কণ্ঠে কুরআনের পবিত্র আয়াত প্রতিধ্বনিত হলে পুরো অনুষ্ঠানস্থল আবেগ ও আলোর ছটায় ভরে ওঠে।

সবক প্রদান ও বিশেষ মোনাজাত
শিশুদের সবক প্রদান করেন মাদরাসার মুহতামিম মুফতি নেয়ামতুল্লাহ আমিন। তিনি শিক্ষার্থীদের জন্য হেফাজত, হেদায়াত ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

কুরআনের ফজিলত ও পিতা-মাতার করণীয়
মুহতামিম তাঁর বক্তব্যে বলেন,
“তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।” — (সহীহ বুখারী)

তিনি আরও বলেন,
“কুরআনের একটি অক্ষরের প্রতিদানে ১০টি নেকি লেখা হয়। যে শিশু ছোটবেলা থেকেই কুরআনের সঙ্গে সম্পৃক্ত হয়, সে ভবিষ্যতে সমাজে বরকতের বাতিঘর হয়ে উঠবে।”

অভিভাবকদের উদ্দেশে তাঁর আহ্বান ছিল,
“সন্তান আল্লাহর পক্ষ থেকে অমূল্য আমানত। তাদের সময় যেন খেলাধুলা ও প্রযুক্তির আসক্তিতে বিনষ্ট না হয়, সে দিকে লক্ষ রাখতে হবে। তাদেরকে কুরআনের হাফেজ, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও মাদরাসাকে একসাথে এগিয়ে আসতে হবে।”

মাদরাসায় পড়ানোর ফজিলত তুলে ধরে মুহতামিম বলেন,
“যে সন্তান কুরআনের শিক্ষা লাভ করে, কিয়ামতের দিন তার বাবা-মার মাথায় নূরের মুকুট পরানো হবে। মাদরাসা শুধু শিক্ষা নয়, এটি ঈমান-আখলাক ও আদর্শের কারখানা।”

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন : মাওলানা মাহফুজুর রহমান।

উপস্থিতি ও অনুষ্ঠানমালায় উলামায়ে কেরাম
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি আল আমিন, মাওলানা মাহদী হাসান, মাওলানা মাহবুব শেখ, মাওলানা মুজাম্মেল হক, মাওলানা মায়ারিফুল হক, মাওলানা এমরান হাসান, মাওলানা মুতাসিম ও মাওলানা ফজলুল হকসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম।

শেষ পর্বে শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী প্রদান করা হয় এবং তাদেরকে ভবিষ্যতে আরও অগ্রসর হওয়ার জন্য উৎসাহিত করা হয়। পুরো অনুষ্ঠানটি ছিল এক অনন্য কুরআনময় পরিবেশের উজ্জ্বল দৃষ্টান্ত।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ