বুয়েটের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা বৃহত্তর উত্তরা উলামা পরিষদের

সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ঘটে যাওয়া এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সারাদেশে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রাত গভীরেও বুয়েটের শিক্ষার্থীরা মানবিক প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে—যা তাদের ন্যায়ের প্রতি অঙ্গীকার ও সাহসিকতার প্রতিফলন।

বৃহত্তর উত্তরা উলামা পরিষদ এ ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে।
সংগঠনটি মনে করে, ধর্মীয় অবমাননা ও নারী নির্যাতন—দুটিই সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। এই দুই অপরাধের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে—তা না হলে জনগণের ন্যায়বোধ ক্ষুণ্ণ হবে।

আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি—
ঘটনাটি ধামাচাপা না দিয়ে, সত্য উদঘাটনে দ্রুত পদক্ষেপ নিন এবং অপরাধীদের আইনের আওতায় আনুন।

একই সঙ্গে আমরা দেশের সব তরুণ ও শিক্ষার্থী সমাজকে আহ্বান জানাই—
প্রতিবাদে শালীনতা ও দায়িত্বশীলতার পরিচয় দিন, যেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম বিকৃত না হয়।

স্বাক্ষর:
মুফতি কামালুদ্দীন – সভাপতি
মুফতি নেয়ামতুল্লাহ আমিন – সাধারণ সম্পাদক
বৃহত্তর উত্তরা উলামা পরিষদ

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ