JuboKantho24 Logo

যুদ্ধের মাঝেও ফিলিস্তিনি শিশুদের রোজার আনন্দ

গাজায় রমজান। যেন মৃত্যুপুরীর মাঝেই আনন্দের বিচ্ছুরণ। এতো বিভিষিকাময় পরিস্থিতিও ম্লান করতে পারেনি ফিলিস্তিনি শিশুদের রমজান উদযাপন। দুর্ভিক্ষের মাঝেই রোববার সন্ধ্যায় রমজানকে স্বাগত জানিয়েছে গাজার সোনামনিরা।

ফিলিস্তিনের পাথর শিশুরা এমন একটি সময় রমজান উদযাপন করেছে, যখন ইসরাইলি আগ্রাসনে পুরো উপত্যকা বিপর্যস্ত। কোথাও তাদের নিরাপদ আশ্রয় নেই। নেই অন্ন-বস্ত্র-বাসস্থানের নিশ্চয়তা। তবুও স্বর্গীয় আবহে উজ্জীবিত হয়ে ওঠেছে সোনামনিরা। যেন জানান দিয়েছে শত্রুদের, তোমরা ভূমি দখল করতে পারো। কিন্তু আমাদের ঈমানি বিভা ম্লান করতে পারবে না।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের রমজান হবে ভিন্ন রকম রমজান। অন্য বছরের মতো এবার রমজান যাপনের সুযোগ নেই। কারণ, শত শত মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়েছে। নগর-ভবন মিসমার করা হয়েছে। তাই জীবন যাপনের অনুসঙ্গ সংকীর্ণ হয়ে এসেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, চলমান গাজা যুদ্ধে অন্তত ১২ হাজার ৩০০ শিশু মারা গেছে।

সূত্র : আল জাজিরা

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ