JuboKantho24 Logo

লিটলম্যাগ আন্দোলনের ‘ম্যাগাজিন উৎসব’ অনুষ্ঠিত

গতকাল, ২২ নভেম্বর, রোজ শুক্রবার অর্ধশতাধিক লিটলম্যাগ নিয়ে অনুষ্ঠিত হলো লিটলম্যাগ আন্দোলনের ‘ম্যাগাজিন উৎসব’। উৎসবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক, সম্পাদক, সংস্কৃতি কর্মী এবং বিভিন্ন লিটলম্যাগের সম্পাদকবৃন্দ, যারা তাদের মূল্যবান চিন্তা, অভিজ্ঞতা এবং অভিজ্ঞান শেয়ার করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব্বই দশকের খ্যাতিমান সম্পাদক, ইতিহাস গবেষক মনযূর আহমাদ। তাঁর বক্তব্যে তিনি লিটলম্যাগ কর্মীদের সাহসিকতাকে সাধুবাদ জানিয়ে, সৃজনশীলতা এবং সাহিত্যে নতুন পথ খোলার জন্য উৎসাহ প্রদান করেন। আড়ম্বরপূর্ণ উৎসবটি উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি, খ্যাতিমান কবি ও সম্পাদক মুনিরুল ইসলাম।

মুহাম্মদ যায়েদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নয়া প্রভাতের সম্পাদক এনায়েতুল্লাহ ফাহাদ। সমাপনী বক্তব্য প্রদান করেন শিশু সাহিত্যিক এবং সম্পাদক নকীব মাহমুদ, যিনি লিটলম্যাগ আন্দোলনের স্বপ্নের দাস্তান তুলে ধরে লিটলম্যাগের সংকট নিরসনে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান।

এছাড়া আরও বক্তব্য রাখেন ফাউন্টেন পাবলিকেশন্সের কর্ণধার আব্দুর রহমান দাখিল, দারুল ইলমের প্রকাশক জাবির মুহাম্মদ হাবীব, সাহিত্য সৌরভের সম্পাদক আব্দুল জলিল বিন হাবীব, নব দিগন্তের সম্পাদক আব্দুল মান্নান, মিনহালের ইউসুফ আম্মার , মিহিরের সম্পাদক মুহাম্মদ সরকার,সরোবরের আবু জর, স্বপ্নস্বনের রহমাতুল্লাহ রিফাত, স্বপ্নকাননের নির্বাহী সম্পাদক মাহমুদ হাসান, উদয়নের মাগফুর এজাজ, স্বপ্নবুননের সম্পাদক, দীদার ফাহাদ সহ অন্যান্য লিটলম্যাগ প্রতিনিধিরা।

এ সময় ইফার ইসলামী বইমেলা প্রাঙ্গণে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রকাশিত অনেকগুলো ম্যাগাজিনসহ লিটলম্যাগগুলোর বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ