সিলেট ও চট্টগ্রামে শাপলা স্মৃতি কনফারেন্স ও ডকুমেন্টারি প্রদর্শনী আয়োজনের ঘোষণা — শাপলা স্মৃতি সংসদের গুরুত্বপূর্ণ বৈঠকে কর্মসূচি চূড়ান্ত

রাজধানীর মোহাম্মদপুরস্থ হলি উম্মাহ মিলনায়তনে আজ (৯অক্টোবর) বৃহস্পতিবার শাপলা স্মৃতি সংসদের নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিগত সময়ের কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সিলেট ও চট্টগ্রাম বিভাগে শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে “শাপলা স্মৃতি কনফারেন্স ও ডকুমেন্টারি প্রদর্শনী” অনুষ্ঠিত হবে।

সভায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি চূড়ান্ত করা হয়, যার মধ্যে রয়েছে— শাপলার শহীদদের কবর সংরক্ষণ, শহীদদের নামফলক স্থাপন, শহীদ পরিবারের চিকিৎসা ও মাসিক ভাতা নিয়মতান্ত্রিক করা এবং শাপলা শহীদ গার্ডিয়ান ফোরাম-এর সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা।

বৈঠকে সভাপতিত্ব করেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মা /মুনুল হক। তিনি ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও দেশব্যাপী ছড়িয়ে দিতে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন— মাওলানা আবুল হাসানাত জালালী, উস্তাদ আল হাফিজ, মাওলানা আলী হাসান তৈয়ব, মুফতি সাঈদ আহমদ, মুফতি ইলিয়াস হামিদী, মাওলানা এহসানুল হক, মুফতি সালাহুদ্দীন মাসউদ, মাওলানা সানাউল্লাহ খাঁন, মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, ফাতেহ মুহাম্মাদ সোলায়মান, মাওলানা আরিফুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান সাগর, মুহাম্মাদ কামাল উদ্দীন প্রমুখ।

বৈঠকে সদস্যগণ আশা প্রকাশ করেন— শাপলা শহীদদের স্মৃতি সংরক্ষণ ও তাদের আত্মত্যাগের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে এই কর্মসূচিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ