JuboKantho24 Logo

আবাসিক হোটেলে অভিযান, ৬ যুবক ও ১০ যুবতী আটক

ফরিদপুরে শহরের জনতা ব্যাংকের মোড়ের পাশে অবস্থিত ‘হোটেল গার্ডেন ভিউ’ নামে একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ জন যুবতী ও ৬ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশের একটি দল।
শুক্রবার (৩১ মে) বিকাল সাড়ে তিন টার দিকে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের আবাসিক হোটেল গার্ডেন ভিউতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, অভিযানকালে অসামাজিক কার্যকলাপের দায়ে ১০ জন তরুণী ও ৪ জন তরুণকে আটক করা হয়। এসময় হোটেলের দুই কর্মচারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ