JuboKantho24 Logo

উত্তরা বাইতুল মুমিন মাদরাসা’র সবক ইফতেতাহ কাল; উপস্থিত থাকবেন মাওলানা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদন;

রাজধানীর উত্তরার দক্ষিণখানে অবস্থিত বাইতুল মুমিন মাদরাসার চলতি শিক্ষাবর্ষ ১৪৪৬/৪৭ হিজরির সবক ইফতেতাহ (সবক উদ্বোধন) আগামীকাল বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানিয়েছে মাদরাসার কর্তৃপক্ষ।

মাদরাসার নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত সবক ইফতেতাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমিন।

উদ্বোধনী সবক প্রদান করবেন শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আতাউল্লাহ আমিন ও মুফতি আনিসুর রহমান কাসেমী।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে মাদরাসার সকল বিভাগের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামীকাল সবক উদ্বোধনের মাধ্যমেই যথারীতি ক্লাস শুরু হবে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ