জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের নির্বাহী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের নির্বাহী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৮ অক্টোবর (বুধবার):
রাজধানীর মোহাম্মদপুরস্থ জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় আজ বাদ যোহর জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের নির্বাহী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক।

সভায় সংগঠনের নীতিনির্ধারক ও নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা কেফায়েতুল্লাহ আযহারী, মাওলানা হাসান জামীল, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা আবু মোহাম্মদ রাহমানী, মাওলানা রিজওয়ান রফিকী, মাওলানা আদনান মাসউদ, মাওলানা ওয়াজেদ আলী, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা কামালুদ্দীন, মাওলানা শাহেদ জাহিরী, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা ওমর ফারুক, মাওলানা আরাফাত হুসাইন, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা এহসানুল হক, মাওলানা নেয়ামাতুল্লাহ আমীন, মাওলানা আকরাম হুসাইন, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা জুনাইদ হাবীব প্রমুখ।

বৈঠকে সংগঠনের জাতীয় কমিটি গঠন এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিতভাবে এগিয়ে নিতে দুটি সাবকমিটি গঠন করা হয়।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ