জমকালো আয়োজনে শেষ হলো ‘বাইতুল মুমিন ছাত্র কাফেলা’র বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক;

 

দেশের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ উত্তরা বাইতুল মুমিন মাদরাসা’র ছাত্র সংসদ বাইতুল মুমিন ছাত্র কাফেলা’র বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে।

 

বুধবার (১৫ অক্টোবর’২৫) সন্ধ্যায় মাদরাসা মিলনায়তনে দেশের বিশিষ্টজনদের উপস্থিতিতে দুই দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে এক জমকালো আয়োজনের মাধ্যমে পুরুষ্কার বিতরণ করা হয়।

 

এর আগে সোমবার (১৪ অক্টোবর’২৫) থেকে শুরু হওয়া বাইতুল মুমিন ছাত্র কাফেলা’র বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানে মোট ২৫ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা বাইতুল মুমিন মাদরাসা’র প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ড মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আনিসুর রহমান কাসেমী।

 

অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, বাইতুল মুমিন ছাত্র কাফেলা বছরব্যাপী ছাত্রদের মেধা বিকাশের লক্ষ্যে নানামুখী আয়োজন করে থাকে। এই আয়োজনগুলো অত্যন্ত সুন্দর এবং যুগোপযোগী। বর্তমান সময়ে মাদরাসা শিক্ষার্থীদের বহুমুখী যোগ্যতার বিকল্প নেই। তাই আমাদের ছেলেদের দক্ষতা বৃদ্ধি করতে দেশের প্রতিটি মাদরাসায় এমন আয়োজন প্রয়োজন। আমি আশা করি বাইতুল মুমিন ছাত্র কাফেলা তাদের এই সুন্দর আয়োজন অব্যাহত রাখবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাইতুল মুমিন মাদরাসার মুতাওয়াল্লি এডভোকেট হাবিবুর রহমান, মাওলানা কাউসার আহমেদ সুহাইল, আব্দুল মতিন খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী সাকিব হাসান, মাওলানা খায়রুল ইসলাম প্রমুখ।

 

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

 

বাদ এশা মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনের এই জমকালো আয়োজন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ