কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজের করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

 

বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদের উদ্যোগে “কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা ইমরান শফি, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এম সাকিব সাইফী।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আলেমে দ্বীন মাওলানা আনিসুর রহমান কাসেমী, ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া, মাওলানা মুর্শিদ সিদ্দিকী, মাওলানা জামিল সিদ্দিকী, মাওলানা ফজলুল হক রাহমানী, মাওলানা ফাতিহ মুহাম্মাদ সোলাইমান, মাওলানা লোকমান হুসাইন, মাওলানা কামরুল ইসলামসহ এলাকার সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা তাঁদের আলোচনায় বলেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। শুধু শিক্ষা অর্জন নয়, বরং নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।

 

তাঁরা আরও বলেন, সমাজে দায়িত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে পারলেই একটি উন্নত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

 

অনুষ্ঠানে অতিথিরা ছাত্রসমাজকে আত্মশুদ্ধি, অধ্যবসায় এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

 

পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ